ছবি ছড়িয়ে দেয়ার হুমকি : ট্রেনের নিচে আত্মহত্যা কলেজছাত্রীর
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ৩০ মে ২০২৪, ১৮:০৫
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনার্সের এক ছাত্রী ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ তার আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছিল।
বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার তুষভান্ডার টেপাটারীতে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রী মোছা: আয়েশা সিদ্দিকা আঁখি (২১) উপজেলার করিমউদ্দিন সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার কাশিরাম মেডিক্যাল এলাকার মো: জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ট্রেনে স্বাভাবিকভাবে ট্রিনের নিচে আত্মহত্যা করেন, এর আগে সকাল থেকে ওই কলেজছাত্রী রেল লাইনের ধারে ঘোরাঘুরি করতে দেখেছেন বলে জানান তারা।
নিহত আঁখির বড় বোন আরজিনা আক্তার জানান, বেশ কিছুদিন থেকে ভোটমারী পন্ডিতপাড়া এলাকার তৌহিদ হাসান নামে এক ছেলের সাথে আঁখির কথা ও যোগাযোগ হতো, ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে প্রায়ই আঁখির কাছে টাকা দাবি করত তৌহিদ।
আজ সকালে সেই তোহিদ হাসানের সাথে ফোনে যোগাযোগ করে বাড়ি থেকে বাহির হয় আঁখি। এরপর আত্মহত্যার খবর পাওয়া যায়।
কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিসার মো: আবু তাহের বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেন। পরে রেলওয়ে পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা