২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে জেলা বিএনপির সমাবেশে ‍পুলিশের বাধা

রংপুরে জেলা বিএনপির সমাবেশে ‍পুলিশের বাধা - ছবি : নয়া দিগন্ত

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ কারাবন্দীদের মুক্তির দাবিতে পুর্ব ঘোষিত সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার (২২ মে) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় অফিসের সামনের রাস্তায় ট্রাকে মঞ্চ করে সমাবেশ করতে চায় বিএনপি নেতাকর্মীরা।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে নেতাকর্মীদের সাথে বিতণ্ডা হয় পুলিশের। কিন্তু পুলিশ কোনোভাবেই তাদেরকে রাস্তায় বের হতে দেয়নি। পরে কার্যালয়ে প্রবেশে মুখে সমাবেশ করে তারা।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আফসার আলী প্রামাণিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা, মহিলা দলের সহ-সভাপতি মমতাজ বেগম রানী, জেলা যুবদলী সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদল সভাপতি শরীফ নওয়াজ জোহা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, শ্রমিক দলের আসাদুজ্জামান বাবু প্রমুখ।

নেতারা বক্তব্য বলেন, অবৈধ সরকারের ফরমায়েশি রায়ে সাজা দেয়া হয়েছে লাকসুহ বিএনপির নেতাকর্মীদের। অবিলম্বে সাজা বাতিল করে তাদের মুক্তি চান তারা। গেল বছর ২০ নভেম্বর একটি নাশকতার মামলায় রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকুসহ পাঁচ বিএনপি নেতাকর্মীর ১০ বছরের পরে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।


আরো সংবাদ



premium cement