২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিলিস্তিনে যুদ্ধ বিরতি কার্যকর দাবিতে রংপুরে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের বাধা

ফিলিস্তিনে যুদ্ধ বিরতি কার্যকর দাবিতে রংপুরে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের বাধা - ছবি : নয়া দিগন্ত

ফিলিস্তিনে যুদ্ধ বিরতি কার্যকর দাবিতে রংপুরে ছাত্র-জনতার বিক্ষোভ করতে দেয়নি পুলিশ। পরে মানববন্ধন করেছে তারা।

সোমবার (২০ মে) দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামন থেকে ছাত্র জনতার ব্যানারে ফিলিস্তিনে যুদ্ধ বিরতি কার্যকর ও ইসরাইলকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে বিক্ষোভ বের করে।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে সেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে পুলিশী বাধা পেয়ে সেখানে মানববন্ধন করে ছাত্র-জনতা। এ সময় ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে তারা।

এ সময় বক্তারা বলেন, পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদেও জনগণকে অংশ নিতে দিচ্ছে না। তারা অবিলম্বে দখলদার অবসান ঘটিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার দাবি জানান। দাবি বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে জোড়ালো ভুমিকা রাখারও দাবি করেন বক্তারা।

 

 


আরো সংবাদ



premium cement