ডিমলায় মাদরাসা-শিক্ষকের বাড়ি আগুনে পুড়ে ছাই
- ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
- ১৪ মে ২০২৪, ১৭:১৪
নীলফামারী ডিমলা উপজেলার সরদারহাট গ্রামের মাওলানা ওবায়দুল ইসলাম নামে এক মাদরাসা-শিক্ষকের বাড়িতে আগুন লেগে বসতবাড়ির ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
সফিকুল গনি স্বপন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ওবায়দুল ইসলাম বলেন, ‘আগুনে থেকে বাড়ির কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিমলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোজাম্মেল হক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং সবকিছু ভস্মীভূত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটে কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে মনে করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা