ডিমলায় ৯ম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ : আটক ২
- ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
- ১৩ মে ২০২৪, ১৫:৫১, আপডেট: ১৩ মে ২০২৪, ১৬:১৯
নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষর্ণের ঘটনা ভিডিও ধারণের অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের রোস্তম আলী লিটনের ছেলে আদিল শাহারিয়ার (১৭) এবং বাবুরহাট গ্রামের মরহুম আব্দুস সোবাহানের ছেলে সাইদুজ্জামান সৈকত (১৭)।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা প্রদীপ কুমার রায় তিনজনকে আসামি করে ডিমলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে (স্কুলছাত্রী) নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা