০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

এক প্রতিষ্ঠানে পরিক্ষার্থী দু,জন, তারাও অকৃতকার্য

ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় - ছবি : নয়া দিগন্ত

ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী।

রোববার (১২ মে) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ওই প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটিতে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে দু’জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেয়া দু’জনই অকৃতকার্য হয়েছে। আর বিদ্যালয়টিতে পাঠদানের জন্য কর্মরত রয়েছেন প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক-শিক্ষিকা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হাবিবের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তার মোবাইলফোনে এসএমএস বার্তা পাঠিয়েও এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম বলেন, সরকারের কোনো বেনিফিট নেই, নেয় না, নিতে পারে না। জবাবদিহিতা তারা কোথায় করবে?

শিক্ষার এই কর্মকর্তা আরো বলেন, ওদের পেটে ভাত নেই, আমি কোথায় মাইর দেবো? কোথায় থেকে নিয়ে এসে কাকে কিভাবে পরিক্ষা দিয়েছে ওরাই ভালো জানে। বিষয়টি ওরাই স্পষ্ট করবে।


আরো সংবাদ



premium cement