২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ডান দিকে যথাক্রমে মোছা: আয়েশা সিদ্দিকা, শ্রী উত্তম কুমার রায় ও মো: আনোয়ারুল হক সরকার মিন্টু। - ছবি : নয়া দিগন্ত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ডিমলায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে উপজেলা চেয়ারম্যান পদে মো: আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া), ভাইস-চেয়ারম্যান (পুরুষ) শ্রী উত্তম কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব) ও তৃতীয় বারের মতো ভাইস-চেয়ারম্যান (মহিলা) হিসেবে মোছা: আয়েশা সিদ্দিকা (পদ্মফুল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) রাত ১০টায় ডিমলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শুভ কুমার সরকার এ ফলাফল ঘোষণা করেন।

এতে চেয়ারম্যান পদে মো: আনোয়ারুল হক সরকার মিন্টু ঘোড়া প্রতীকে ২৭ হাজার ২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস পারভেজ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯১ ভোট।

অন্যদিকে ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে বৈদ্যুতিক বাল্ব প্রার্থীকে ২৩ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শ্রী উত্তম কুমার রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের প্রার্থী মো: মোফাক্কারুল ইসলাম পেলব মাইক প্রতীক পেয়েছেন ১৮ হাজার ২০৪ ভোট।

অন্যদিকে ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৫৩ হাজার ৩৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পদ্মফুল প্রতীকের প্রার্থী মোছা: আয়েশা সিদ্দিকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন হাঁস প্রতীকের প্রার্থী মোছা: জাহানারা বেগম।


আরো সংবাদ



premium cement