২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভোটার উপস্থিতি কম তাই ঘুমাচ্ছি : পোলিং অ্যাজেন্ট

- ছবি : নয়া দিগন্ত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া মার্কার এক পোলিং অ্যাজেন্ট জানিয়েছেন, ‘সকাল ৮টায় কেন্দ্রে আসছি। কখনো কখনো দুই তিনজন আবার কখনো কখনো ২০ মিনিটেও কোনো ভোটারের উপস্থিতি নেই। ভোটার উপস্থিতি কম হওয়ায় কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারছি না।’

বুধবার দুপুর পৌনে ২টায় ডিমলায় ভোটগ্রহণ চলাকালীন সময়ে দৈনিক নয়া দিগন্তকে তিনি এ কথা জানান।

কেন্দ্র ঘুমিয়ে পড়া ওই পোলিং অ্যাজেন্টের নাম মো: আলাকুল ইসলাম (৬০)। তিনি ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল হক সরকার মিন্টুর ঘোড়া মার্কার নির্বাচনী অ্যাজেন্ট।

ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মো: রুহুল আমিন জানান, ২৮ নম্বর বক্সে ৩৮২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৯৮ জন।

ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো: আপেল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে জানান, ‘বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দুই হাজার ৩৫৪ জন পুরুষ ভোটারের মধ্যে ৫২০ জন ভোট প্রদান করেছেন।

তিনি আরো বলেন, আজ (বুধবার) সকাল থেকে এখনো পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে।


আরো সংবাদ



premium cement