কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধকালীন সময়ের অস্ত্র উদ্ধার
- কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
- ২২ এপ্রিল ২০২৪, ২১:৫৭
নীলফামারীর কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে ক্যানেল সংস্কারের মাটি খনন করার সময় এসব অস্ত্র দেখতে পায় স্থানীয় লোকজন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ক্যানেলের বাজার-সংলগ্ন ডালিয়া প্রধান সেচ খালের সংস্কারের মাটি খনন করা হচ্ছিল। এ সময় এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি খনন করার সময় একটি গ্রেনেট, একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি মাইন, একটি মর্টার সেল (ভাঙ্গা) ও একটি রাইফেলের ম্যাগাজিন উঠে আসে।
স্থানীয় লোকজন এসব অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে অস্ত্রগুলোর বিষয়ে নিশ্চিত হলে সেখানে পুলিশি পাহারা বসানো হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল জানান, অস্ত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য র্যাবের বোম স্কোয়াট টিমকে খবর দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধারা তাদের এসব অস্ত্র লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা