ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির ৪ নেতাকর্মী কারাগারে
- হিলি (দিনাজপুর) সংবাদদাতা
- ২১ এপ্রিল ২০২৪, ১৬:৪৮
দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলনসহ বিএনপির চার নেতাকর্মী নাশকতার মামলায় জেল হাজতে পাঠিয়েছে আদালত।
রোববার (২১ এপ্রিল) দুপুরে দিনাজপুর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: গিয়াস উদ্দিনের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
অন্য আসামিরা হলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন ও সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সোহেল প্রধান।
আদালত সূত্রে জানাগেছে, গত বছর জাতীয় নির্বাচনের পূর্বে আসামিরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সরকারবিরোধী আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন করেছে।
সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে পুলিশ থানায় একটি নাশকতার মামলা করে।
ওই মামলায় পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র পেশ করেছে। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
রোববার তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা