২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টিকটক ভিডিও বানাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল কিশোরের

-

কুড়িগ্রামে টিকটক ভিডিও বানাতে গিয়ে তিস্তা নদীতে ডুবে সোহাগ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে রাজারহাটে তিস্তা নদী থেকে তার লাশ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত সোহাগ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহাগ তার ফুফাতো বোনকে নিয়ে টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে তিস্তা নদীতে গোসল করতে নামে। এ সময় সাথে আরো দুই বন্ধু ছিল।

গোসলের এক পর্যায়ে অন্যরা নিজেদের মতো তীরে এলেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় তার বন্ধুরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা পর তিস্তা নদী থেকে সোহাগের লাশ উদ্ধার করে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান জানান, তিস্তা নদী থেকে সোহাগ নামের এক কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement