০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

রংপুরে কোচের চাপায় অটোরিকশা বিধ্বস্ত : নিহত বেড়ে ৩

রংপুরে কোচের চাপায় অটোরিকশা বিধ্বস্ত : নিহত বেড়ে ৩ - নয়া দিগন্ত

রংপুর মহানগরীর নব্দীগঞ্জে ঢাকাগামী কোচ এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কোরআনের হাফেজসহ দুই শিক্ষার্থী রয়েছেন। তারা দু’জন মামাত-ফুফাত ভাই।

বুধবার রাত ১১টার রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউনিয়ার উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে নাহিদ (১৭), একই এলাকার আব্দুল খালেকের ছেলে কোরআনের হাফেজ জুনায়েদ ইসলাম জয় (১৭) ও খোপাতি এলাকার আব্দুল কাদেরের ছেলে অটোরিকশাচালক রবিউল ইসলাম মানিক (৩২)।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, বুধবার রাত ১১টায় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের নব্দীগঞ্জের ব্রিজের কাছে নাবিল পরিবহনের ঢাকাগামী কোচ ও কাউনিয়াগামী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমরে মুচরে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী স্কুলছাত্র নাহিদ (১৭) নিহত হন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরো জানান, ‘সেখানে চিকিৎসাধীন মারা যান জুনায়েদ ইসলাম জয় এবং পরে রবিউল ইসলাম মানিক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চান্দঘাট এলাকার আব্দুল আলিমের ছেলে রোকন (১৯), হলদিবাড়ি এলাকার মনসুর আলীর ছেলে আল আমীন (৩৫), সাহাবাজ এলাকার বাবুল চন্দ্রের ছেলে সঞ্জিত রায় ( ২৪)। তাদের মধ্যে রোকনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, জানা গেছে, আহত ও নিহতরা সবাই রংপুর শহর থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন।


আরো সংবাদ



premium cement