১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্বাধীনতা বার বার নিজেরাই ভুলণ্ঠিত করছি : রসিক মেয়র

মোস্তাফিজার রহমান মোস্তফা - নয়া দিগন্ত

আমাদের স্বাধীনতা বার বার আমরা নিজেরাই ভুলণ্ঠিত করছি বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

তিনি বলেছেন, ‘আমরা সচেতনভাবে ও সততার সাথে কাজ করব। তাহলে স্বাধীনতার মূল লক্ষ্য, আত্মত্যাগ ও সম্ভ্রমহানির মাধ্যমে অর্জিত যে লাল সবুজের পতাকা তা যেন কখনই কলঙ্কিত না হয়, তার জন্য আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব।’

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমরা যে যে দায়িত্বে আছি, কেউ যেন জবাবদিহিতার ঊর্ধ্বে না থাকি। প্রত্যেকটা মুহূর্ত যেন জবাবদিহি করি, দুর্নীতিবাজদের পৃষ্ঠাপোষকতা না করি, আমাদের কেউ যেন খেটে খাওয়া বাঙালির হক কেড়ে নিয়ে লাখপতি থেকে কোটিপতি না হয়।’

জাতীয় পার্টির এই শীর্ষ নেতা আরো বলেন, ‘আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি, যে শর্তে স্বাধীনতা ঘোষণা হয়েছিল, প্রত্যেক মানুষের বাকস্বাধীনতা থাকবে। তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। কথা বলতে পারবে। সেই রাইটসগুলো ইস্টাবলিস্ট করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সচেষ্ট হন। সেদিকে তিনি দৃষ্টি রাখেন। স্বাধীনতার ৫৩ বছরে এখন এটাই আমাদের চ্যালেঞ্জ। এটাই আমাদের বার্তা। সোনার বাংলা-নতুন বাংলা বিনির্মাণে আমাদের সবাইকে সততার সাথে কাজ চালিয়ে যেতে হবে।’

মোস্তফা বলেন, ‘আমাদের আজকের যে লাল সবুজের পতাকা সেটার আনুষ্ঠানিক সূত্রপাত হয়েছিল এই দিনে। সে কারণে বাঙালির জাতীয় জীবনে এটা একটা ঐতিহ্য মণ্ডিত দিন। আমাদের স্বাধীনতা যুদ্ধের কিছু শর্ত ছিল, যে কারণে সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল। স্বাধীনতার স্বাদ বাঙালির ঘরে ঘরে পৌঁছাবে। সোনার বাংলা তৈরি হবে। সেই সোনার বাংলা বিনির্মাণে আমরা যে যে দায়িত্বে আছি। আমরা যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করি। তাহলে জাতির জনকের যে স্বপ্ন সোনার বাংলা, পরবর্তীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ নতুন বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেগুলো তখনই বাস্তবায়ন হবে। যখন আমরা যে যে দায়িত্বে আছি। সেগুলো যদি সততার সাথে, নিষ্ঠার সাথে জবাবদিহিতার মাধ্যমে পালন করি, তাহলে আমাদের স্বাধীনতার স্বাদ প্রতিটি বাঙালির ঘরে ঘরে পৌঁছানো সম্ভব।’

এদিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল, সুরভি উদ্যানের শহীদ স্মৃতি স্তম্ভ এবং মডার্ন মোড়ে অর্জনে মানুষের ঢল নামে।

জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শোভাযাত্রা নিয়ে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান, ডিসি মোহা: মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। বঙ্গবন্ধুর ম্যুরালে গার্ড অব অনার প্রদান করে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও স্টেডিয়ামে ডিসপ্লে এবং শিল্পকলা অ্যাকাডেমিতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়।


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশার আল আসাদের বাবার কবরে অগ্নিসংযোগ মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল