ধানক্ষেত থেকে ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার
- গাইবান্ধা প্রতিনিধি
- ১৪ মার্চ ২০২৪, ১৮:৫৪
গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে আব্দুল আউয়াল (২৩) নামে এক ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান-সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আব্দুল আউয়াল গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন। পড়াশুনার পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।
পুলিশ ও স্বজনরা জানায়, আব্দুল আউয়াল বুধবার সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হয়। রাতে আর বাড়িতে ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।
বৃহস্পতিবার সকালে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান-সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকার একটি ধান ক্ষেতে আব্দুল আউয়ালের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল আউয়ালের গলা কাটা লাশ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুব আলম বিষয়টি দৈনিক নয়া দিগন্ত পত্রিকাকে নিশ্চিত করে বলেন, এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে দ্রুত চেষ্টা করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা