২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাঁওতাল হত্যার প্রতিবাদ: ৭ দফা দাবি আদায়ে গাইবান্ধায় বিক্ষোভ

সাঁওতাল হত্যার প্রতিবাদ: ৭ দফা দাবি আদায়ে গাইবান্ধায় বিক্ষোভ - ছবি : ইউএনবি

সাঁওতাল হত্যার বিচার, ফসলি জমি রক্ষাসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন সাঁওতালরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালরা এই কর্মসূচি পালন করে।

দাবি আদায়ে শহরে তারা বিক্ষোভ মিছিল করে এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করে।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকে, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সাঁওতাল নেত্রী প্রিসিলা মুর্মু, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনুসহ প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।

বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশ ও চিনিকল শ্রমিকের ত্রিমুখী সংঘর্ষে পুলিশের গুলিতে তিনজন সাঁওতাল নিহত হয়। বিবাদমান এই জমি সাঁওতালদের বাপ-দাদার সম্পত্তি। এই সম্পতি নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করা চলবে না। সাঁওতালদের জমিতে ইপিজেড নির্মাণ করা হলেও সাঁওতালরা পথে বসবে। তিন ফসলি এই জমিতে কখনোই আমরা ইপিজেড হতে দেব না।

বাগদা ফার্ম এলাকায় ৩ ফসলি জমিতে ইপিজেড নির্মাণের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, সাঁওতালদের জমিতে ইপিজেড নির্মাণের ষড়যন্ত্র বাতিল করতে হবে। তিন সাঁওতালকে হত্যার বিচার দাবি করেন তারা।

পরে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement