২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাইবান্ধায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে ২ বন্ধুর মৃত্যু

গাইবান্ধায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে ২ বন্ধুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধায় যমুনা নদী থেকে মাহিম (১৬) ও ওমিও সরকার নামে দুই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) বিকেল আড়াইটার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের যমুনা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করে। এর আগে বেলা ১১টার দিকে নদীর ওই স্থানে গোসল করতে নেমে তলিয়ে যায় তারা।

নিহতরা হলেন আনোয়ার হোসনের ছেলে মাহিম ও লিটনের ছেলে ওমিও। তাদের বাড়ি পৌর শহরে ডেভিড কোম্পানি পাড়ায়। দুই বন্ধু আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

এসকেএস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তামিম ইসলাম নিরব বলেন, তারা ছয় বন্ধু বালাসীর যমুনা নদীতে গোসল করা জন্য আসেন। এরমধ্যে ওমিও সরকার ও মাহিব মিয়া গোসলের জন্য নদীতে নামে। এরপর একে একে সবাই নামলেও দীর্ঘক্ষণ পরও ওমিও সরকার ও মাহিমকে খুঁজে না পাওয়ায় চিৎকার করতে থাকি। পরে আর কিছুই বলতে পারেন না তিনি।

স্থানীয়রা বলেন, কয়েকজন শিক্ষার্থীরা নদীর পাড় থেকে চিৎকার করেন। পরে তারা ঘটনাস্থলে যান। তারা জানান দুই বন্ধু পানির নিচে ডুবে গেলে। পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ওমিওকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথেই মারা যান। নিখোঁজ মাহিমকে উদ্ধারে জন্য রংপুর থেকে ডুবরি দল এসে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, তারা হলো আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র পাঁচ বন্ধু নুহিন, কাব্য, মোহিত, মাহিম, ওমিও আর এসকেএস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তামিম ইসলাম নিরব।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাজীব বুধবার বিকেল আড়াইটার দিকে দৈনিক নয়া দিগন্তকে বলেন, ফায়ার সার্ভিস ও ডুবরি দল দুই বন্ধুকে উদ্ধার করছে। আমি যতটুকু জানতে পেরেছি। তারা দু’জনই মারা গেছে। একইসাথে উদ্ধার করা চার ছাত্রকে পরিবারের কাছে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement