২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের জানাজা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের জানাজা অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈমুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বিপুলসংখ্যক মুসল্লির অংশ গ্রহণে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান।
জানাজার আগে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানাজায় অংশ নিয়ে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফরহাদ হোসেন আজাদ, নির্বাহী সদস্য জেড এম মর্তুজা তুলা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বদরুদ্দিন বদর, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপনসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ।

পরে বেলা সোয়া ১টায় মরহুমের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া সালিহিয়া মাদরাসা মাঠে বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। বাদ যোহর দ্বিতীয় নামাজের জানাজা শেষে সালিহিয়া মাদরাসা-সংলগ্ন গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে ভারত থেকে তৈমুর রহমানের লাশ দেশে আসে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ফুসফুসে ক্যান্সারের চিকিসার জন্য ভারতে যান তৈমুর রহমান। গত ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে তার অস্ত্রপচার হয়। তিনি সুস্থ্য হয়ে উঠেন এবং দেশে ফেরার প্রস্তুতিও নিচ্ছেলেন। কিন্তু গত ৩ মার্চ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে।


আরো সংবাদ



premium cement