গোবিন্দগঞ্জে পুলিশের রেকার গাড়ির ধাক্কায় একজন নিহত আহত ২
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ০৬ মার্চ ২০২৪, ১৪:১২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকার গাড়ির ধাক্কায় রিকশাচালক শাহীন (১৯) নিহতসহ আহত হয়েছেন দু’জন।
বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জের ব্যস্ততম চৌরাস্তায় (থানা মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় আটকাপড়া বাস যাত্রীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়।
জানা গেছে, গাইবান্ধা পুলিশের একটি রেকার গাড়ি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিক্শাচালক শাহীন মারা যায়। অটোরিক্শার অপর দু’যাত্রী মারাত্মক আহত হয়। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আসাদুলের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনা পরপরই বিক্ষুব্ধ জনতা বগুড়া-রংপুর মহাসড়ক বেরিকেড দেয়। এতে করে রাস্তার দু’দিকে শত শত যনাবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া বিক্ষুব্ধ জনতাকে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে এ মর্মে আশ্বস্ত করলে জনতা বেরিকেড তুলে নেয়। পড়ে গাড়ি চলাচল শুরু হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জে অসহনী যানযট বিরাজ করছিল। অবরোধ চলাকালে দূরপাল্লার যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা