সৈয়দপুরে কুরিয়ার সার্ভিস থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার
- সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
- ০৩ মার্চ ২০২৪, ২০:৪৪
নীলফামারীর সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের অফিস থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ মার্চ) বিকেলে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত। এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম উপস্থিত ছিলেন।
তারা জানান, শনিবার (২ মার্চ) দিবাগত রাত অনুমান ১০টায় সৈয়দপুর পৌরসভাধীন শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে এই সফলতা অর্জন করে। এ সময় সেখানে চারটি লোহার তৈরি রোলারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ছিল ফেন্সিডিলগুলো।
জব্দ ৩৫২ বোতল ফেন্সিডিলের ওজন অনুমান ৩৫ দশমকি ২ লিটার। যার মূল্য অনুমান আট লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। ওই ব্যক্তিকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত আছে। এসআই (নিঃ) মো: আহসান হাবিব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা