২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঠাকুরগাঁও বিএনপির সভাপতি তৈমুর রহমানের ইন্তেকাল

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: তৈমুর রহমান - ফাইল ছবি

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: তৈমুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন এ তথ্য জানান।

মির্জা ফয়সল আমীন বলেন, তৈমুর রহমান ক্যানসারসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত বছরের ডিসেম্বর মাসে তিনি ক্যানসারের চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে যান। সম্প্রতি সেখান তার অস্ত্রোপচার হয়। আগামী ৯ মার্চ সেখান থেকে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু আজ তিনি অসুস্থ হয়ে মারা যান।

তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও আত্মীয়স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তৈমুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন। ওই সময় তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়ন পরিষদে কয়েক দফা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।

২০০৯ সালের কাউন্সিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও তৈমুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে তিনি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

তৈমুর রহমানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।


আরো সংবাদ



premium cement