১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

গোবিন্দগঞ্জে সিএনজির পেছনে বাসের ধাক্কায় নিহত ৪

গোবিন্দগঞ্জে সিএনজির পেছনে বাসের ধাক্কায় নিহত ৪ - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে সিএনজির পেছনে বাসের ধাক্কায় চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি পলাশ বাড়ী থানায় রয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।


আরো সংবাদ



premium cement