ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী নিহত
- হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
- ১১ মার্চ ২০২৩, ১৭:৪৪
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় আমির আলী (৮০) নামে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। এছাড়াও একই মোটরসাইকেলে থাকা আজাদ আলী (৩৫) ও সনাতন রায় (২৫) নামে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ছোট খোচাবাড়ি নারগুন দীঘির পার এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির আলী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জোতমোকুন্দপুর গ্রামের বাসিন্দা। আহত আজাদ আলী আমির আলীর ছেলে এবং সনাতন রায় দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার টেংরার হাটের সুরেস রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি মোটরসাইকেলে করে তারা ঠাকুরগাঁও থেকে যাচ্ছিলেন। পথে অপরদিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থালেই আমির আলী নিহত ও অপর দু’জন গুরুতর আহত হয়েছেন। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: সরোয়ার হোসাইন বলেন, ‘খবর পেয়ে আমরা নিহত আমির আলীর লাশ উদ্ধার করেছি ও আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিক্যাল অফিসার ডা: সালাম বলেন, ‘দুর্ঘটনায় আহত দু’জনের অবস্থা গুরুতর। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।’