ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
- রুহিয়া, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা
- ১০ আগস্ট ২০২২, ১৫:১২, আপডেট: ১০ আগস্ট ২০২২, ১৫:৫২
ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস নামক চলন্ত ট্রেন থেকে তড়িঘড়ি নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে এক যুবক নিহত হয়েছে।
বুধবার সকালে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় রোড রেলওয়ে স্টেশনে এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে থামার আগেই চলন্ত অবস্থায় ট্রেন থেকে তড়িঘড়ি করে নামতে গেলে লাইনের ভেতর ঢুকে যায় ওই যুবক এবং কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাইন থেকে লাশ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা ধারণা করছি নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছরের উপরে হতে পারে। এ বিষয়ে রেলওয়ে পুলিশেকে খবর দেয়া হয়েছে তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা