২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্ত্রীকে পিটিয়ে হত্যার পর শাশুড়িকে ফোন, ‘আপনার মেয়ে মারা গেছে, দেখে যান’

স্ত্রীকে পিটিয়ে হত্যার পর শাশুড়িকে ফোন, ‘আপনার মেয়ে মারা গেছে, দেখে যান’ - প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আগের স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক রাখার বিষয় নিয়ে তাদের ঝগড়া গড়ায় এ হত্যাকাণ্ডে। পরে পুলিশ গিয়ে আটক করেছে অভিযুক্ত স্বামীকে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব-ফুলমতি গ্রামে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ওই হতভাগা স্ত্রীর লাশ।

জানা গেছে, সাত মাস আগে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের আশরাফ আলীর মেয়ে আফরোজা’র (২৩) সাথে পূর্ব-ফুলমতি গ্রামের আব্দুল জব্বারের ছেলে দেলওয়ার হোসেনের (২৫) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দেলওয়ার নানা অজুহাতে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন চালাতো। কিছুদিন আগে স্ত্রী আফরোজা জানতে পারেন যে, আগের তালাক দেয়া স্ত্রীর সাথে দেলওয়ারের সম্পর্ক রয়েছে। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

শনিবার রাত ১১টার দিকে এ বিষয় নিয়ে দু’জনের মধ্যে আবারো কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দেলওয়ার বেদম মারপিট শুরু করলে মোবাইলে মা চায়না বেগমকে মারপিটের কথা জানান আফরোজা। এর কিছুক্ষণ পর দেলওয়ার তার শাশুড়ি চায়না বেগমকে মোবাইল করে জানান, আপনার মেয়ে মারা গেছে, এসে দেখে যান।

পরে খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দেলওয়ারকে আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী দেলওয়ারকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭ ঘন কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’ রাশিয়ায় শিক্ষার্থীদের ‘নির্মমভাবে’ গ্রেফতারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই তাজরীন ট্র্যাজেডির এক যুগ : পুনর্বাসনের দাবি আহতদের সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ আজ জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত আহসান মঞ্জিল : বুড়িগঙ্গা-তীরের ঐতিহাসিক স্থাপনা বিউটি বোর্ডিং আছে, বিউটিয়ানরা নেই দিল্লি থেকে সরানো হবে ভারতের রাজধানী!

সকল