২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

কুড়িগ্রামে স্ত্রীর সাথে অভিমান, ইঁদুর মারা বিষ খেয়ে স্বামীর আত্মহত্যা

কুড়িগ্রামে স্ত্রীর সাথে অভিমান, ইঁদুর মারা বিষ খেয়ে স্বামীর আত্মহত্যা। - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্ত্রীর সাথে অভিমান করে ইঁদুর মারা বিষ ও কীটনাশক পান করে ফরিদ মিয়া (২৮) নামের এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সোমবার রাতে বিষ ও কীটনাশক পান করেন ফরিদ মিয়া।

ফরিদের বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব বাগভান্ডার গ্রামে। সে ওই গ্রামের আশরাফ আলীর ছেলে। তার তিনটি শিশু সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, অভাব-অনটনের কারণে স্ত্রী ববিতা বেগমের সাথে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ফরিদের ঝগড়া হতো। ঈদুল ফিতরের দুইদিন আগে স্ত্রীর সাথে ঝগড়া হলে অভিমান করে ফরিদ ঢাকা চলে যান। সোমবার দুপুরে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরে আসেন। ওইদিন বিকেলে স্ত্রীর সাথে পুনরায় ঝগড়া লাগে তার। পরে রাত সাড়ে ৯টার দিকে ঘরের দরজা বন্ধ করে তিনি ইঁদুর মারা বিষ ও
কীটনাশক পান করেন।

সে সময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনিত দেখে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ফরিদ মিয়া মারা যান।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
কাজের হিসাব দিন নইলে পদত্যাগ করুন : ফেডারেল কর্মীদের মাস্ক মুন্সিগঞ্জে পোশাককর্মীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ মুখোমুখি বসবেন ট্রাম্প-পুতিন, চলছে প্রস্তুতি শ্রীপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ ‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা’ খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা : চিফ প্রসিকিউটর রংপুরে বজ্রপাতে নারীর মৃত্যু ফ্রান্সে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত বেশ ক’জন ইউক্রেনকে দেয়া অর্থ ফেরত চান ট্রাম্প চুরির কার্ড দিয়ে লটারি জিতে বিপাকে চোর

সকল