গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ২৬ মে ২০২১, ১৭:৩৪, আপডেট: ২৬ মে ২০২১, ১৭:৩৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে পুলিশ শিপন মিয়া (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে। তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিপন মিয়া রোববার রাতে পাশের বাড়িতে ওই মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় স্থানীয় লোকজন শিপনকে হাতেনাতে আটক করে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনাটি আপসের কথা বলে আটক শিপনকে কৌশলে তার পক্ষের লোকজন সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা বিষয়টি আপস না করে তালবাহনা করায় মঙ্গলবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার ভোর রাতে পুলিশ নিজবাড়ি থেকে শিপনকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শিপনকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতের হাজির করে জবানবন্দি গ্রহণ শেষে গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়াও ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা