চাঁপাইনবাবগঞ্জে ট্রলি দুর্ঘটনায় হতাহতের স্বজনের পাশে অধ্যাপক মুজিবুর রহমান
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০২০, ১৯:৪৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাঁকোপাড়া এলাকায় এক মর্মান্তিক ট্রলি দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন, তাদের খোঁজ-খবর নেয়া ও স্বজনদের আর্থিক সহযোগিতা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার-সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আটজন নিহত হয়েছে ও তিনজন সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে এবং আরো পাঁচজন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিহত ও আহতদের বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি নিহত ও আহতদের পরিবারের লোকদের প্রতি শোক ও সহমর্মিতা জ্ঞাপন এবং সান্তনা দেন। এ সময় তিনি নিহতদের কবর জিয়ারত করেন। তিনি স্বজনদের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন এবং নিহত ব্যক্তিদের পরিবারের অভিভাবকদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন। কেন্দ্রীয় নায়েবে আমীর নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদেরকে শহীদ হিসেবে কবুল করার দোয়া করেন। তাদের পরিবার-পরিজনদের ধৈর্যধারণ ও এ শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করেন। পরিবারের সদস্য এবং উপস্থিত লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।
এ সময় কেন্দ্রীয় নায়েবে আমীরের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড: কেরামত আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবু জার গিফারী, শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হকসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা-কর্মী এবং নিহতদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা