গোবিন্দগঞ্জে নারীসহ একই দিনে ৩ জনের অপমৃত্যু
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ৩০ আগস্ট ২০২০, ১৮:২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার এক নারীসহ একই দিনে তিনজনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে বিষপানে দু'জনের ও ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরশহরের কুঠিবাড়িতে রোরবার সকালে করতোয়া নদীর পাড়ের একটি কলাবাগানে সার ব্যবসায়ী লিটন রাজভরের (৩২) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। লিটন কুঠিবাড়ি এলাকার গণেশ রাজভরের ছেলে। পাওনাদারদের চাপে লিটন বিষপানে আত্মহত্যা করেছেন বলে অনেকের ধারণা।
এদিকে তাহমিনা বেগম (৩৫) নামের চার সন্তানের জননী গত মঙ্গলবার বিষপান করে অসুস্থ হয়ে পড়লে বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তাহমিনা বেগম মারা যান। তাহমিনা বেগম উপজেলা গুমানীগঞ্জ ইউনিয়নের নাগের ভিটা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
এ ছাড়াও রোববার সকালে গোবিন্দগঞ্জের শহরগছি কলেজ বিল্ডিংয়ের ছাদে কাজ করার সময় ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পাশের জয়পুরহাট জেলা সদরের আমদই ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মোহফেলের ছেলে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ লিটন রাজভর ও তাহমিনা বেগমের লাশ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠিয়েছে। কিন্ত আমিনুল ইসলামের লাশ তার সহকর্মী ও স্বজনরা তড়িঘড়ি করে গ্রামের বাড়ি জয়পুরহাটের সুন্দরপুরে নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, এ সব ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। নির্মাণ শ্রমিক আমিনুলের লাশের বিষয়ে জয়পুরহাট থানায় অবহিত করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা