২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চেক জালিয়াতিতে কারাদণ্ড

বেরোবি’র হিসাব শাখার উপ-পরিচালক বরখাস্ত

বেরোবি’র হিসাব শাখার উপ-পরিচালক বরখাস্ত -

চেক জালিয়াতির মামলায় কারাদণ্ড হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার বাজেট, ক্যাশ ও স্টুডেন্ট শাখায় কর্মরত উপ-পরিচালক মো: রিয়াজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার কর্নেল (অব:) আবু হেনা মুস্তাফা কামাল জানান, বুধবার সন্ধ্যায় এক অফিস আদেশে রিয়াজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আদালত কর্তৃক চেক জালিয়াতি মামলায় ৬ মাসের কারাদণ্ডাদেশপ্রাপ্ত।

তিনি আরো জানান, রিয়াজুল ইসলাম ২০১৮ সালের ৩০ জুলাই সিরাজুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তির কাছ থেকে চেকের বিনিময়ে সাড়ে ৭ লাখ টাকা ধার নেন। পরে রিয়াজুল পাওনা টাকা পরিশোধে টালবাহানা করেন। এরপর চেকের মাধ্যমে টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু তার দেয়া চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হয়। পরে রিয়াজুলের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা করেন মিঠু। সাক্ষী প্রমাণ ও শুনানি শেষে ২০ আগস্ট রিয়াজুলের বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড ও সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেন আদালত।

ওই মামলাতে গত ২৫ আগস্ট জামিন নেয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গোচরীভূত হওয়ায় চাকরি বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এই সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।


আরো সংবাদ



premium cement
মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল

সকল