নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
- নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
- ০৬ আগস্ট ২০২০, ২১:৫৯, আপডেট: ০৬ আগস্ট ২০২০, ২২:১২
দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুর মোহাম্মদ (৩৫) নামে ১ যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামের মো: নুরুজ্জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট সড়কের নবাবগঞ্জ উপজেলাধীন মতিহারা বাজারে ঢাকাগামী ঢাকা মেট্রো- ব-১৩-১৫০৯ মোল্লা পরিবহন নামে একটি বাস নুর মোহাম্মদের মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। বাসের সাথে কিছুদূর পর্যন্ত চলে যায় তার মোটর সাইকেলটি।
আহত নুর মোহাম্মদকে সাথে সাথে চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে তিনি মারা যান।
নবাবগঞ্জ থানার এস আই নুরুজ্জামান জানান, ঘাতক বাসটিসহ চালককে ভাদুরিয়া বাজার থেকে আটক করা হয়। চালক ঢাকার উত্তরা এলাকার শামসুল হকের ছেলে নিজাম উদ্দীন (৩৪) বলে প্রাথমিকভাবে জানা গেছে।