২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিরামপুরের স্পিরিট বিক্রেতা রফিকুল গ্রেফতার

বিরামপুরের স্পিরিট বিক্রেতা রফিকুল ইসলাম -

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পানে ১০ জনের মৃত্যুর ঘটনায় থানায় দায়ের করা মামলায় স্পিরিট বিক্রেতা রফিকুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রফিকুল ইসলাম পৌর শহরের পূর্বজগন্নাথপুর (বকুলতলা) মহল্লার মৃত্যু সিরাজুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, বিষাক্ত স্পিরিট পানে পৌর শহরের বিভিন্ন মহল্লার ১০ জন মারা যায়। এ ঘটনায় গত ২৭ মে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে রফিকুল ইসলাম পলাতক ছিলেন। শুক্রবার রাতে রফিকুল বাড়িতে এসেছে এমন সংবাদের ভিত্তিতে রাতেই তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, অবৈধভাবে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট বিক্রেতা রফিকুলের বিরুদ্ধে বিরামপুর ও পার্শ্ববর্তী ফুলবাড়ী থানায় দুটি মাদকের মামলাসহ চারটি মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement