২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিশোরকে অমানবিক নির্যাতন : মুখের উপর পা রেখে আয়েশী ভঙ্গী

মুখের উপর পা রেখে আয়েশী ভঙ্গীতে দাঁড়িয়ে আছে নির্যাতনকারী - ছবি : নয়া দিগন্ত

লালমনিরহাটের মিশন মোড়ে অটোরিকশা থেকে তেল চুরির অভিযোগে মমিনুল ইসলাম নামের এক কিশোরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় হতভম্ব সবাই। নির্যাতনে নেতৃত্ব দেয়া নগরীর প্রভাবশালী ব্যবসায়ী আশরাফ আলী লালকে আটক করেছে পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ওই কিশোরকে নির্যাতনের স্থিরচিত্র ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপরই বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু করে। মধ্যরাতে অভিযান চালিয়ে নির্যাতনকারী জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লালকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রভাবশালী ব্যাবসায়ী আশরাফ আলী লাল কিশোরের মুখে তার পা দিয়ে আয়েশী ভঙ্গীতে দাঁড়িয়ে আছে। যাতে কিশোরটি কোনো কথা বলতে না পারে। এছাড়াও কিশোরের হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গে ওই ব্যবসায়ী পা দিয়ে জোরে জোরে আঘাত করছে। আর কিশোরটি চাচা চাচা বলে চিৎকার করে মাফ চাচ্ছে। সে যতই মাফ চাইছে ব্যবসায়ী লাল ততই নির্যাতনের মাত্রা বাড়াচ্ছে। সেখানে তিনি ছাড়াও আরো ১০/১১ জন ছিলো। তাদের মধ্যে কেউ কেউ কিশোরটিকে শক্ত করে ধরে রাখছিলো, যাতে ওই ব্যবসায়ীর মারতে সুবিধা হয়।

এ ঘটনায় হতবাক পুলিশ সুপার আবিদা সুলতানা। তিনি বলেন, করোনা যেখানে মানবিকতা শেখানোর কথা, সেখানে এভাবে অমানবিক হয়ে উঠার বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনার যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement