২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

রৌমারী সীমান্তে সপ্তাহব্যাপী ভারতীয় বন্যহাতির তাণ্ডব

রৌমারী সীমান্তে সপ্তাহব্যাপী ভারতীয় বন্যহাতির তাণ্ডব - ফাইল ছবি

রৌমারী সীমান্তে সপ্তাহব্যাপি ভারতীয় বন্যহাতির তাণ্ডব চলছে। সন্ধা নামলেই ভারতীয় কাটাতার পেরিয়ে দল বেঁধে আসছে বন্য হাতির দল। নোম্যান্স ল্যান্ড অতিক্রম করে ১০৭১-৭২ সীমান্ত পিলার লাগোযা লাঠিয়াল ডাঙ্গা দক্ষিণ আলগারচর মিয়াপাড়া, বালিয়ামারী, ব্যাপারীপাড়া, বাগানবাড়ি, বংশিরভিটা, আলগারচর, খেওয়ারচর এলাকায় ইড়ি-বোরো খেয়ে ধ্বংস করছে।

এ ব্যাপারে ওই অঞ্চলের কৃষক তারা মিয়া, রবিউল, ফিরোজ, আকতার, সামছুল, রহিম উদ্দিনসহ অনেকে জানান, সপ্তাহব্যাপী লাগাতার রাত হলেই সীমান্ত পেরিয়ে নেমে আসে বণ্য হাতির দল। যার ফলে কষ্টের ফসল উঠছেনা ঘরে। প্রতি রাতে ঢোল-ঢাক পিটিয়ে ও আগুন জ্বালিয়ে হাতি তাড়ালেও তা যেন বন্ধ হচ্ছে না স্থায়ীভাবে।

ভারতীয় বন্যহাতির এমন তাণ্ডব প্রতিবছর ফসলের ভরা মৌসুমে জমির পাকা ধান ও রবি শস্য আঁখ, গমসহ নানা ধরণের ফসল নষ্ট করে ফেলে।

এ বিষয়ে বিজিবি’র বালিয়ামারী কোম্পানি কমান্ডার মো. মিজানুর রহমান জানান, সীমান্তে প্রায় প্রতিরাতে ভারতীয় বন্যহাতি নেমে আসছে। ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা যথাসাধ্য হাতি তাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।  


আরো সংবাদ



premium cement