রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
- রংপুর ব্যুরো
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৮
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রংপুর নগরীর লালবাগে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মনিরুল ইসলাম জীবন (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হন।
জীবন কুড়িগ্রাম জেলার উলিপুরের আসর আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত মামুনুর রশীদকে (৪৫) উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামনুর রশীদ মাহিগঞ্জের রফিকুল বসুনিয়ার ছেলে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহত দু’জনের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সকাল ৮টার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কলাবাড়ি আনোয়ারুল উলুম কুরআন অ্যাকাডেমির সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বরিশালের চরমোনাই পীরের মাহফিলের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ভুট্টাক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে লালমনিরহাট আদিমারী পাগলারচর এলাকার ফজলার রহমানের ছেলে মোহাম্মদ আলী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাহিগঞ্জ থানার এসআই সুলতান মিয়া জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন। বাস উদ্ধার করে থানায় আনা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা