১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১ ফাল্গুন ১৪৩১, ১৪ শাবান ১৪৪৬
`

রংপুরে আওয়ামী লীগ নেতা মোত্তালেব গ্রেফতার

আটক ইউপি চেয়ারম্যান মো: মোত্তালেব হোসেন। - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় রংপুরের গংগাচড়া উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য  মো: মোত্তালেব হোসেন (৪৯) কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় গংগাচড়ার ভিন্ন জগৎ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

রংপুরের পুলিশ সুপার আবু সাঈদ জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গঙ্গাছড়া মডেল থানা পুলিশ মোতালেব হোসেনকে গ্রেফতার করে।

তিনি উত্তর হলিয়া গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে। তিনি খলেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার নামে রংপুর মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা আছে। ওই মামলায় তিনি এজহার নামীয় আসামি।

পুলিশ সুপার জানান, ১৯ জুলাই রংপুর মহানগরী সিটি বাজার এবং রাজা রামমোহন এলাকায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচার গুলি বর্ষণ হয়েছিল তার মাস্টারমাইন্ড ছিলেন মোত্তালেব হোসেন। তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement