রংপুরে হত্যা মামলায় আ’লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেফতার
- রংপুর ব্যুরো
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691876_11.jpg)
‘অপারেশন ডেভিল হান্টে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার হারাগাছ এবং লালমনিরহাটের কালীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রংপুরের হারাগাছ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাড়াই ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুম খান এবং লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী জানান, গ্রেফতাররা আন্দোলন চলাকালে রংপুরে মুন্না হত্যা মামলার এজহারভুক্ত আসামি। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক হামলা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে নেয়া হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা