০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

সুন্দরগঞ্জে স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক ২

- প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে চন্ডিপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জসিম মিয়া (১৬) খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজারের পূর্ব পাশে রবি টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর জসিম মিয়া ওই ইউনিয়নের জয়বাংলা (মালভাঙ্গা) গ্রামের মো: ছালাম মিয়ার ছেলে।

আটকরা হলেন- নিহতের ফুফাতো ভাই সামরুজ্জামান (৩০) ও তার স্ত্রী লাভলী বেগম (২৩)।

নিহতের মা জেলেখা বেগম ও বাবা ছালাম মিয়া জানান, ‘পাশের বাড়ির আমাদের বোনের ছেলে সামরুজ্জামানের স্ত্রী লাভলী বেগমের সাথে জসিম সব সময় কথাবার্তা বলত। এতে সামরুজ্জামান তার স্ত্রীর সাথে জসিমের অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহ করে প্রায়ই তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।’

তারা আরো জানান, ‘গত বুধবার জসিম নানার বাড়িতে রাত্রি যাপনের কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে তারা জানতে পারেন ছেলে সেখানে যায়নি। তারা রাতভর ছেলেকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে জানতে পারেন তাদের ছেলেকে গলায় কাপড় পেঁচিয়ে ও মুখে বালু ঢুকিয়ে দিয়ে খুন করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।’

খবর পেয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং হত্যার সাথে জড়িত সন্দেহে ফুফাতো ভাই সামরুজ্জামান ও তার স্ত্রী লাভলী বেগমকে আটক করেন। এ সময় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হাকিম আজাদ ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement