০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

তিস্তা এখন উত্তরাঞ্চলের কান্না : দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু - ছবি : সংগৃহীত

তিস্তা এখন উত্তরাঞ্চলের কান্না মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ আহ্বায়ক আসাদুল হাবীব দুলু বলেছেন, ‘তিস্তা নদী এক সময় সুখ-সমৃদ্ধির উৎস ছিল তা আর নেই, তিস্তা এখন উত্তরাঞ্চলের কান্নায় পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘প্রবল স্রোতের এই তিস্তার পানি এখন হাঁটুর নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মরুভূমির মতো এই তিস্তা নদীর অববাহিকার মানুষকে রক্ষায় পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের মিশন মোড়ের বিএনপির অস্থায়ী কার্যালয় (হামার বাড়িতে) তিস্তা নদী রক্ষায় দু’দিন ব্যাপী গণজমায়েত উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আসাদুল হাবীব দুলু বলেন, ‘তিস্তা তীরের মানুষজনের একসময় গোলাভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল। অর্থ-বৈভব আর প্রাকৃতিক প্রাচুর্যে পরিপূর্ণ ছিল। কিন্তু বর্তমানে সেই তিস্তার কারণে এখনকার মানুষ বর্ষায় যেমন বন্যা-নদীভাঙনে নিঃস্ব হয়। তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে ধু-ধু বালুময় বিরান ভূমিতে পরিণত হয় তিস্তা।’

তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে, পরিহাস করেছে। তাই তিস্তা অঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ হয়ে এ নদী রক্ষায় এবং এই উত্তরবঙ্গের আর্থ-সামাজিক উন্নতির জন্য সমস্বরে দাবি জানাতে হবে।’

এ সময় জেলা বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর অববাহিকা জুড়ে কয়েক লাখ মানুষের গণজমায়েত কর্মসূচি হাতে নিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ এই স্লোগানে ওই দু’দিন সেখানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু ও তিস্তা ব্যারেজ পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে তাঁবু করে এই সমাবেশ হবে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি সড়ক দুর্ঘটনায় দাদি নিহত, আহত নাতি খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি চলতেই থাকবে : জামায়াত আমির ইজতেমায় হাজারো লোকের ফ্রি চিকিৎসা দিলো হাফেজ্জী চ্যারিটেবল রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে দিলো শিক্ষার্থীরা ভোটার নিবন্ধনে অস্ট্রেলিয়া-কানাডায় যাচ্ছে ইসি পাবিপ্রবিতে শেখ মুজিব ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা রাবিতে মুজিব পরিবারের নামফলক ভেঙে ফেললেন শিক্ষার্থীরা সিলেটে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো খুলনার শেখ বাড়ি

সকল