০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

পাটগ্রামে ৩ সন্তানের জননীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা

পাটগ্রামে ৩ সন্তানের জননীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা -

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিন সন্তানের জননী রেনুকা বেগমকে (৪৫) গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান বড় ছেলে হাসানুজ্জামান সাগর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর বুধবার দুপুরে বাড়িতে খেতে এলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে মাকে গলায় ওড়না পেঁচানো ও বালিশ চাপা দেয়া অবস্থায় মৃত দেখতে পান। পরে জরুরি নাম্বারে (৯৯৯) কল দিলে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাটগ্রাম থানায় পাঠায়।

এদিকে এদিন বিকেলে নিহত রেনুকার দ্বিতীয় স্বামী জবেদুল ইসলাম থানায় আসেন। এ সময় পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, দ্বিতীয় স্বামী জবেদুলের সাথে বাকবিতণ্ডার জেরে রেনুকাকে গলা টিপে হত্যা করেছেন জবেদুল।

এ বিষয়ে ছেলে হাসানুজ্জামান সাগর বলেন, ‘আমি গতকাল রাতে শ্বশুরবাড়িতে ছিলাম। সৎ বাবা জাহেদুল ইসলাম বাড়িতেই ছিলেন। পরদিন দুপুরে খেতে এসে মাকে মৃত অবস্থায় পাওয়ার পর বাবাকে পাইনি। তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারিনি।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।


আরো সংবাদ



premium cement
‘ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে’ চার প্রদেশ, নতুন বিভাগ, ডিসি-ইউএনও পদবি পরিবর্তনসহ সংস্কারে যত প্রস্তাব স্বপ্নের ফাইনালে চিটাগং কিংস উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ সহজ জয়ে আর্জেন্টিনা, লড়তে হলো ব্রাজিলকে সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ হাটহাজারীতে চেয়ারম্যান গ্রেফতার, সমর্থকদের হামলায় ওসি-ডিবিসহ আহত ৬ হাসিনার যেকোনো রাজনৈতিক পদক্ষেপের জন্য ভারত দায়ী থাকবে : নাহিদ স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ১৪৭৮১৮ টাকা মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই : বাউবি ভিসি হেটমায়ারের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৬৩ রান

সকল