০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

পাটগ্রামে ৩ সন্তানের জননীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা

পাটগ্রামে ৩ সন্তানের জননীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা -

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিন সন্তানের জননী রেনুকা বেগমকে (৪৫) গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান বড় ছেলে হাসানুজ্জামান সাগর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর বুধবার দুপুরে বাড়িতে খেতে এলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে মাকে গলায় ওড়না পেঁচানো ও বালিশ চাপা দেয়া অবস্থায় মৃত দেখতে পান। পরে জরুরি নাম্বারে (৯৯৯) কল দিলে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাটগ্রাম থানায় পাঠায়।

এদিকে এদিন বিকেলে নিহত রেনুকার দ্বিতীয় স্বামী জবেদুল ইসলাম থানায় আসেন। এ সময় পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, দ্বিতীয় স্বামী জবেদুলের সাথে বাকবিতণ্ডার জেরে রেনুকাকে গলা টিপে হত্যা করেছেন জবেদুল।

এ বিষয়ে ছেলে হাসানুজ্জামান সাগর বলেন, ‘আমি গতকাল রাতে শ্বশুরবাড়িতে ছিলাম। সৎ বাবা জাহেদুল ইসলাম বাড়িতেই ছিলেন। পরদিন দুপুরে খেতে এসে মাকে মৃত অবস্থায় পাওয়ার পর বাবাকে পাইনি। তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারিনি।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।


আরো সংবাদ



premium cement
ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি সড়ক দুর্ঘটনায় দাদি নিহত, আহত নাতি খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি চলতেই থাকবে : জামায়াত আমির ইজতেমায় হাজারো লোকের ফ্রি চিকিৎসা দিলো হাফেজ্জী চ্যারিটেবল রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে দিলো শিক্ষার্থীরা ভোটার নিবন্ধনে অস্ট্রেলিয়া-কানাডায় যাচ্ছে ইসি পাবিপ্রবিতে শেখ মুজিব ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা রাবিতে মুজিব পরিবারের নামফলক ভেঙে ফেললেন শিক্ষার্থীরা সিলেটে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো খুলনার শেখ বাড়ি

সকল