বুড়িমারী স্থলবন্দরে ভারত ও ভুটানের পাথর আমদানি বন্ধ
এক দিনে রাজস্ব ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা- পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭, আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭
পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ডলার মূল্য না কমানোয় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ভারত ও ভুটান থেকে বোল্ডার ও ক্রাশ পাথর আমদানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে কোনো পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ না করায় সীমান্তের ওপারে প্রায় পাঁচ শতাধিক ট্রাক আটকা পড়েছে। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। বন্দর ব্যবসায়ী সূত্রে এ তথ্য জানা গেছে।
আমদানিকারক সূত্র জানায়, গত ২১ জানুয়ারি বুড়িমারী আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন বুড়িমারীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। এতে সংঘঠনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি ভুটান থেকে বোল্ডার পাথর তোর্শা ১৬ ডলার থেকে ১৫ ডলার, সামছি ১৪ ডলার এবং ভারত থেকে স্টোন বোল্ডার ১০ ডলারে আমদানি করার দাবি জানান। এ বিষয়ে অ্যাসোসিয়েশন ভুটান রফতানিকারক অ্যাসোসিয়েশনকে চিঠিও দেন তিনি।
সংবাদ সম্মেলনে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে তারা ১ ফেব্রুয়ারি থেকে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি সাময়িক বন্ধ রাখতে বাধ্য হবেন।
অ্যাসোসিয়েশনের সহ বন্দর সম্পাদক ফরহাদ হোসেন লিটন বলেন, আমরা নিরুপায় হয়ে সাময়িকভাবে ভাবত এবং ভুটানের পাথর আমদানি বন্ধ রেখেছি।
বুড়িমারী আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, আমরা পূর্বনিধারিত ঘোষণা অনুযায়ী ভুটান ও ভারত অ্যাসোসিয়েশনকে পাথরের ডলার মূল্য কমানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। কিন্ত গতকাল শুক্রবার পর্যন্ত সেই চিঠির কোনো জবাব দেননি তারা। কারণ বর্তমানে যে ডলার মূল্যে তারা পাথর সরবরাহ করছেন তাতে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। আজকের এই কর্মসূচীর সাথে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরাও একাত্বতা প্রকাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বুড়িমারী কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মাসউদুর রহমান বলেন, কাস্টমসসহ বন্দরের কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। ভারত ও ভুটানের পাথর ছাড়া অন্যান্য সব পণ্যই চালু আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা