২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

সাঘাটায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে হামলা

- ছবি : প্রতীকী

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে সিজারে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলার বাগবাড়ি গ্রামের কছের সরদারের মেয়ে ও সবুজ মিয়ার স্ত্রী শিরিন আক্তার (২৬) ডেলিভারির জন্য সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে ভর্তি করান। ভর্তির পরে কর্তব্যরত চিকিৎসক প্রসূতি মাকে অস্ত্র পাচারের মাধ্যমে ডেলিভারি করার ব্যবস্থা করতে চাইলে রোগীর স্বজনরা রাজি হয়। পরে চিকিৎসক ও হাসপাতাল কতৃপক্ষ প্রসূতিকে অপারেশন থিয়েটারে নেয় এবং পর্যাপ্ত সরঞ্জাম ছাড়া অস্ত্র পাচারের মাধ্যমে সন্তান প্রসবের চেষ্টা করায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রসূতির নবজাতক মেয়ের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা হাসপাতালে হামলা করলে হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ পালিয়ে যায়। পরে রক্তের প্রয়োজন হলে চিকিৎসক না থাকায় রোগীর শারিরীক অবস্থার অবনতি হয়ে রাত ১২টার দিকে প্রসূতি মায়ের মৃত্যু হয়।

প্রসূতির স্বামী সবুজ মিয়া অভিযোগ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। এই হাসপাতালে গত ৩ বছরে ১০ জনের বেশি রোগী ও নবজাতকের মৃত্যু হয়েছে। তাই হাসপাতালটি বন্ধ করাসহ প্রসূতি ও নবজাতক মেয়ে হত্যার বিচার দাবি করেন তিনি।

পরে ঘটনাস্থল পরিদর্শন করে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন কুমার বর্মন। তিনি সাংবাদিকদের জানান, এই ঘটনা তদন্তের মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাখা হয়েছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, এই বিষয়ে ভুক্তভোগীর কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্ব্যস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন জানান, বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত জেনে বিষয়টির আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল