২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

বেরোবিতে পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাসের ঘটনায় সেই শিক্ষককে অব্যাহতি

শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী, অভিযুক্ত প্রফেসর ড. মো: রুহুল আমিন - ছবি : নয়া দিগন্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাশের অভিযোগে প্রফেসর ড. মো: রুহুল আমিনকে অর্থ ও হিসাব পরিচালক পদ হতে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো: শাহজামানকে দায়িত্ব দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গণিত বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার ঘটনা সামনে আসলে ব্যাপক সমালোচনা তৈরি হয়। প্রফেসর ড. মো: রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালকের দায়িত্বে ছিলেন।

একই ঘটনায় প্রফেসর ড. মো: রুহুল আমনিকে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে 'এ' ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement