২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

কুড়িগ্রামে জামায়াত আমিরের আগমন উপলক্ষে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি, সোমবার। - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় খড়িবাড়ি ছবিরন নেছা দাখিল মাদরাসায় দলীয় নেতা-কর্মীরা একত্রিত হয়ে একটি বিশাল মিছিল বের খড়িবাড়ি বাজারের চারদিকে প্রদক্ষিণ করে। মিছিল শেষে ত্রিকোণা মোড়ে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলার শূরা সদস্য এবং ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সংগঠনের ঐক্য শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। দলীয় নেতারা জানিয়েছেন, এই সমাবেশকে সফল করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


আরো সংবাদ



premium cement