১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে : ভিপি নুর

রংপুরে দুপুরে সিটি বাজারে পরিষদের অফিস উদ্বোধন শেষে প্রেসব্রিফিংয়ে কথা বলছেন ভিপি নুর। - ছবি : নয়া দিগন্ত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকুসর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক ভিত্তি ও অধিকার হারিয়েছে। তাদের কবর রচনা করেছে দেশপ্রেমিক জনগণ। তাদের আর কোনো নির্বাচনে অংশ গ্রহণেরও অধিকার নেই। এ সময় ভিপি নুর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়ারও দাবি করেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুর সিটি বাজারে পরিষদের অফিস উদ্বোধন শেষে প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় পরিষদের উচ্চতর সদস্য, সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর সদস্য আবু হানিফ খান সজিব, স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দ্রুত জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি জানিয়ে ভিপি নুর বলেন, ‘আমরা সকলেই প্রধান উপদেষ্টাকে বলেছি যেহেতু জুলাইয়ের অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের একটি যুগান্তকারী পরিবর্তনের ঘটনা এবং বাংলোদেশের মানুষ দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। এই লড়াইয়ের পেছনে বড় ধরনের একটা প্রেক্ষাপট রয়েছে। বিশেষকরে গত দেড় দশকে ফ্যাসিবাদি আওয়ামী সরকারের যে দুঃশাসন সেটা কার্যত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটে ফেলেছিল। তার ফলেই এই গণঅভ্যুত্থান অনিবার্য হয়েছিল। এই গণঅভ্যুত্থানের আইনি, রাজনৈতিক এবং সাংবিধানিক সকল প্রকারের বৈধতা দানের জন্যই একটি ঘোষণাপত্র প্রয়োজন।

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রজনা হয়েছে উল্লেখ করে ভিপি নুর বলেন,‘গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যারা এতগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝড়িয়েছে, গুলিকরে শিশুসহ ছাত্র-জনতাকে মেরেছে এবং বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটা বিদেশী রাষ্ট্রের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি, নৈতিক অধিকার বাংলাদেশে নেই।

ভিপি নুর বলেন, আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে পারবে না। শুধু নির্বাচন নয়, এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনই মাথা তুলে দাঁড়াতে পারবে না। এদেশের জনগণ সেই সুযোগ দিবে না। তারা ঘৃণাভরে প্রত্যাখ্যাত।’


আরো সংবাদ



premium cement