১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`
মার্চ ফর ফেলানী শুরু

সীমান্ত হত‍্যা রুখে দেয়ার জন‍্য অভ‍্যুত্থান হয়েছে : সারজিস আলম

- ছবি : নয়া দিগন্ত

মার্চ ফর ফেলানী কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয় সারজিস আলম বলেছেন, ‘আর যদি আমার কোনো ভাই বা আমার কোনো বোনদের ওই সীমান্তে আমাদের লাশ ঝুলে থাকে তাহলে কাঁটাতারকে লক্ষ্য করে আজকের মার্চ ফর ফেলানীর মতো লং মার্চ করা হবে।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে চাই, এই যে সীমান্ত হত্যা, তাঁরকাটা দেয়ার নামে জোড় করে বাধা দেয়ার জন্য যে প্রয়াস তা রুখে দেয়ার জন্য নতুন করে যে অভ্যুথান হয়েছে এই অভ্যুথানের স্পুলিং সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া হবে।’

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম কলেজ মোড় স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে ‘মার্চ ফর ফেলানী’ শুরু হয়।

এর মাধ্যমে বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ এবং ফেলানী হত্যার বিচারসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

সারজিস আলম বলেন, ‘কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী থেকে বলতে চাই, আমরা বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না। বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আর্ন্তজাতিক আদালতে করতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্র-জনতা নতজানু পররাষ্ট্র নীতি মেনে নিবে না। আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হোন তাহলে তাদের পরিণতি খুনি হাসিনার মতো হবে।’

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী সদস্য রিফাত রশিদ, কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের, নাগরিক কমিটির পক্ষ থেকে আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মার্চটি কুড়িগ্রাম পাটেশ্বরী বাজার, মদ্যকৃমারপুর, নাগেশ্বরী উপজেলা সদর হয়ে ফেলানীর বাড়ি গিয়ে শেষ হয়। পথে বিভিন্ন স্থানে ‘জুলাই বিপ্লবের’ ঘোষণাপত্রের ব্যাপারে সাধারণ জনগণের মতামত জানতে পথসভা অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement
ক্যান্সারে আক্রান্ত ৩০০ হাফেজের ওস্তাদকে বাঁচানো প্রয়োজন সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়ব ইনশাআল্লাহ বেলাবতে রিভলভারসহ মা-মেয়ে গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : বৈঠক শেষে যা বললেন আইন উপদেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী নিশি কারাগারে কমলনগরে ট্রাকচাপায় ব্র্যাককর্মী নিহত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৈঠক শেষে যা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন তামিম-সাব্বিরের উত্তপ্ত বাক্যবিনিময় ময়মনসিংহে মেডিক্যাল ভর্তির প্রশ্ন ফাঁসের প্রতারণার দায়ে কলেজছাত্র গ্রেফতার মেডিক্যাল ভর্তি পরীক্ষা শুক্রবার, যেসব সড়ক পরিহার করার অনুরোধ ডিএমপির দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আ’লীগের পুনর্বাসন ঠেকাবো : হাসনাত আব্দুল্লাহ

সকল