১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

গাইবান্ধায় জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চারজন আটক

- ছবি : সংগৃহীত

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বহিস্কার করা হয়।

আটকরা হলেন, ডিভাইসসহ আবু সায়েম মণ্ডল (২৩) রাশেদ আহমেদ রিদয় (২২) আসাদুজ্জামান (২১) শাহ সুলতান (২৫)। আটকদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম জানান, আটকদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩ টি ও হিসাব সহকারী তিনটি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়। আটকরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদের প্রার্থী হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩ টি শূন্যপদের বিপরীতে তিন হাজার ৩৪৯ জন ও হিসাব সহকারী তিনটি শূন্যপদের বিপরীতে ৪৩০ জন আবেদন করেন। এর আগে গত ৫ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement
‘পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য’ সংশোধনের দাবি ৫ মাস পর জুলাই আন্দোলনে আহত মনিরুজ্জামানের মৃত্যু ২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে আসামি ছিনতাই হওয়ার অভিযোগে শ্রীনগর থানার ওসি ক্লোজড ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা লালপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি : মাহমুদুর রহমান তারুণ্যের উচ্ছ্বাসকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে : আজহারী তামিমকে ধন্যবাদ জানাল বিসিবি বান্দরবানে স্থানীয়দের সহায়তায় অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই কুরআন সুন্নাহর মূল শিক্ষা : মুফতি আমির হামজা

সকল