ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
- ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ১০ জানুয়ারি ২০২৫, ২০:২৮
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (৪২) নামে এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি উপজেলার রওশন শিমুলবাড়ী গ্রামের মরহুম কাচু মামুদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়ভিটা ইউনিয়নের খেজুরেরতল এলাকায় অভিযান চালায়। এ সময় অটোরিকশায় করে নেয়ার সময় ১৫ কেজি গাঁজাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, গ্রেফতার হওয়া শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা