০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আশিকের লাশ উত্তোলন

দিনাজপুরে লাশ উত্তোলন - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরে জুলাই আগস্ট বিপ্লবে নিহত আশিকুল ইসলামের লাশ উত্তেলন করেছে পুলিশ। নিহত হওয়ার ৫ মাস পর ময়নাতদন্তের জন্য তার লাশ উত্তোলন করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) সকালে শহীদ আশিকুল ইসলামের গ্রামের বাড়ি নরহরিপুর গ্রামের কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পঠানো হয়।

জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার দক্ষিণ বনশ্রী জি ব্লকের ১ নম্বর রোডে গুলির আঘাতে আশিকুল ইসলাম নিহত হয়। পরে আশিকুলের মা আলিশা আফরোজ ঢাকার খিলগাও থানায় মামলা করেন।

এদিকে আশিকুল ইসলামের লাশ ময়নাতদন্ত না করে দাফন করায় আবার কবর থেকে উত্তোলন করা হয় বলে জানিয়েছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদশক আ: ওয়াহাব।

তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর ঢাকার খিলগাও থানায় একটি মামলা হয়। ওই মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের উপস্থিতিতে তার লাশ উত্তোলন করা হয়।


আরো সংবাদ



premium cement