০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আসতে দেয়া হবে না : শিবির সেক্রেটারি

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্র-শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘আর কোনো ফ্যাসিস্টকে বাংলার ক্ষমতায় আসতে দেয়া হবে না। কোনো স্বৈরাচার লুটেরাদের জনগণ মেনে নিবে না।‘

তিনি বলেন, ‘সকল ভোট চোর ও গণহত্যাকারীর বিচার করা হবে। দেশকে নিয়ে এখনো গভীর ষড়যন্ত্র চলছে। তবে শিবির থাকাকালে কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেয়া হবে না। বরং সকল ষড়যন্ত্রকারীর শিকর উপড়ে ফেলা হবে।‘

সোমবার রাত ৮টায় নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে মূর্তজা মিলনায়তনে আয়োজিত সংগঠনের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া সমাবেশে ২০২৫ সালের জন্য নীলফামারী শহর শাখার সেটাপ সম্পন্ন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি হিসেবে মো: শফিকুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন মো: মাজেদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ সময় উপস্থিত শিবিরের সাথীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যসহ ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার জামায়াত ও শিবিরের ওপর স্টিম রোলার চালিয়েছে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে শিবিরের রক্তে ক্যাম্পাসের ঘাস ভিজেছে। আর এ কারণে আল্লাহ তায়ালা শহীদের নজরানা স্বরুপ ২৪-এর বিজয় দান করেছেন।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সকল দেশপ্রেমিক ছাত্র ও জনতার ব্যাপক অবদান রয়েছে। ঐকবদ্ধ জাতি গঠন করে দেশকে প্রকৃত অর্থে সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে। এজন্যই আর কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচার লুটেরা ও হত্যাকারীদের দেশের দায়িত্বভার দেয়া যাবে না। এ লক্ষ্যে ঐক্যের বন্ধন আরো দৃঢ় করে চুড়ান্ত লক্ষ্য অর্জনে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর এক্ষেত্রে আগের মতোই নেতৃত্ব দিতে হবে ইসলামী ছাত্রশিবিরের সকল জনশক্তিকে। আর তাই সে ধরনের যোগ্যতাসম্পন্ন করে গড়ে উঠতে হবে আমাদের।‘

শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম আরো বলেন, ফ্যাসিস্টরা দেশকে ধ্বংস করে নিজেদের আখের গোছায়। যা আমরা বিগত শাসনামলে প্রত্যক্ষ করেছি। দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময় অবশ্যই আমাদেরকে দেশের স্বার্থে সচেতনার সাথে কাজ করতে হবে। যাতে করে কোনোভাবেই দেশবিরোধী শক্তি নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ দেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ না পায়। সেইসাথে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার পাশাপাশি ভূমিকা রাখতে হবে। তাই যেকোনো পরিস্থিতির জন্য ছাত্রশিবিরকে প্রস্তুত থাকতে হবে। কারণ শিবিরের ওপরই দেশের মানুষ আস্থা রাখছে। এই আস্থার সম্মান বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

শিবির নীলফামারী শহর সভাপতি মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে শাখা সেক্রেটারি মো: মাজেদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর অঞ্চল তত্ত্বাবধায়ক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, বিজ্ঞান সম্পাদক ডা. আবির হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ডা. মুক্তাদির বিল্লাহ।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমির ড. হাফেজ খায়রুল আনাম, জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আমির আব্দুল মুনতাকিম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, হাফিজুল ইসলাম, আব্দুল কাদের, তৌহিদুর রহমান, আহমদ রায়হান, রন্জু ইসলাম, ময়নুল ইসলাম, সাব্বির হোসেন ও নীলফামারী জেলা সভাপতি তাজমুল হাসান সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাথী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সাথীদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো: নুরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত শফিকুল ইসলামের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি হিসেবে মাজেদুল ইসলামকে মনোনীত করেন।


আরো সংবাদ



premium cement
জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি মুকসুদপুরে থানা থেকে পালাল আসামি নিখোঁজের দু’দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সজীব উদ্ধার চুয়াডাঙ্গায় এক দিনে তাপমাত্রা কমলো ৫ ডিগ্রি সেলসিয়াস বাবার জীবন বাঁচাতে ৬০ শতাংশ লিভার দিলেন মেয়ে নিয়ন্ত্রণে আসছে না লস অ্যাঞ্জেলসের দাবানল, মৃত্যু ৫ ভারতে এইচএমপিভির প্রাদুর্ভাব, হিলি-বেনাপোলে নেই সতর্কতামূলক ব্যবস্থা রাজধানীতে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার বাংলাদেশে অর্থায়ন দ্বিগুণ করতে আগ্রহী ইআইবি ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার জাতীয় দলে ফিরতে সময় চেয়েছেন তামিম

সকল